বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় বলতে গেলে হার্ভার্ডের নাম প্রথম দিকেই আসে। কারণ, এটি এমন এক শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে শিক্ষাজীবন শুরু করেছেন অনেক বিশ্ববিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তিত্ব—যেমন: ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, হেনরি কিসিঞ্জার, বারাক ওবামা, বিল গেটস, জন এফ. কেনেডি, টি. এস. এলিয়ট, মার্ক জাকারবার্গসহ আরও অনেকেই। এই প্রতিষ্ঠান ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। হার্ভার্ডে পড়েছেন আমেরিকার ৮ জন প্রেসিডেন্ট, ১৫৮ জন নোবেল বিজয়ী, ১০ জন অস্কারজয়ী, ৪৮ জন পুলিৎজার প্রাপ্ত এবং ১০৮ জন অলিম্পিক পদকজয়ী।
কেমন হয় যদি বাংলাদেশের শিক্ষার্থীরাও এই হার্ভার্ডে পড়ার সুযোগ পায়? হ্যাঁ, এমনই এক দারুণ সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ‘হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ’ নামের এই বৃত্তির জন্য বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৫।
১৬৩৯ সালে ‘নিউ কলেজ’ নামে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি, যার মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টান যাজকদের শিক্ষিত করে গড়ে তোলা। এর প্রতিষ্ঠাতা জন হার্ভার্ড, যিনি চার্লসটাউনের একজন পাদ্রি ছিলেন এবং নিজের সম্পদের অর্ধেক ও বিশাল বইয়ের সংগ্রহ প্রতিষ্ঠানটিকে দান করেন। তার সম্মানেই কলেজটির নাম পরে ‘হার্ভার্ড কলেজ’ রাখা হয়।
স্কলারশিপের সুবিধাসমূহঃ
মোট টিউশন ফি’র ৭৫ শতাংশ প্রদান করবে
ভ্রমণ খরচ বহন করা হবে
বুস্টানি ফাউন্ডেশন থেকে ২ মাসের ইন্টার্নশিপ সুবিধা থাকবে
যোগ্যতাসমূহঃ
যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে
হার্ভার্ড এমবিএ প্রোগ্রামে ভর্তির অফার লেটার থাকতে হবে
জিম্যাট স্কোর থাকতে হবে
প্রয়োজনীয় কাগজপত্রঃ
জীবনবৃত্তান্ত (CV)
ছবি
জিম্যাট স্কোর
রেফারেন্স লেটার
উক্ত ডকুমেন্টগুলো ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে: admissions@boustany-foundation.org
আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা।
পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সেখান থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এ সময় ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, আমার ভাইয়ের লাশ পড়ে, প্রশাসন কী করে' ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।
সূত্র: ঢাকা পোস্ট
Thrilled to announce that our Head of Public Relations, Asia Begum, and her team secured the 2nd Runner-up position at the Undergraduate Research Symposium 2024, organized by United International University. They presented their impactful research paper titled “Exploring the Impact of Digital Twin Implementation on Enhancing Smart Manufacturing Practices in Bangladesh”.
Congratulations to the team for this outstanding achievement!